Ticker

6/recent/ticker-posts

TOP ADS

কিভাবে আপনার ANDROID মোবইল এর ব্যাটারী এর চার্জ ধরে রাখবেন! ***জেনে রাখুন***

    আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অ্যান্ড্রয়েড ফোনের যুগ, এখন সবার কাছেই অ্যান্ড্রয়েড ফোন। সবাই অ্যান্ড্রয়েড ফোন কিনছে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন এর একটি খারাপ জিনিস যে চার্জ বেশি থাকে না, কয়েক ঘন্টা পরেই মোবাইলে চার্জ চলে যায়, তাই আজ কিভাবে চার্জ বাঁচানো যায় তার ছোট কয়েকটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, আমরা কিছু নিয়ম কানুন মেনে চললে আমাদের মোবাইলের চার্জ অনেক বাঁচাতে পারি । আপনার মোবাইলের চার্জ বাঁচাতে যে কাজ গুলো করবেন সেগুলো হলোঃ

 ১) সারা রাত ফোন চার্জ দিলেই বিস্ফোরণ!
তা নয়। বেশির ভাগ স্মার্টফোনের ব্য়াটারিই স্বয়ংক্রিয় ভাবে চার্জ বন্ধ করে দেয়। ফুল চার্জের পর অতিরিক্ত চার্জ নেয় না ব্যাটারি।

 ২) ১০%-এর কম না হলে চার্জ দেওয়া উচিত নয়!
লিথিয়ান-আয়ন ব্যাটারি অত্যন্ত ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। তাই সম্পূর্ণ শেষ না হলে, চার্জ দেওয়া যাবে না- তা সঠিক নয়। প্রয়োজন মনে করলেই চার্জ দিন। তবে কোনও কারণ ছাড়া ব্যাটারি চার্জ দেওয়া অযৌক্তিক।

৩) চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা যাবে না
যদি হাত ভেজা থাকে, চার্জার ধরবেন না। তবে যদি আসল চার্জার ব্যবহার করে থাকেন, চার্জিংয়ের ক্ষেত্রে ফোন ব্যবহারে কোনও সমস্যা নেই। যদি সস্তার USB চার্জার ব্যবহার করছেন, তবে আমাদের পরামর্শ- চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করবেন না।

৪) সব চার্জার একই হয়!
চার্জার নিয়ে এই ধারণা প্রায় সবারই আছে। তবে আসল ও নকল চার্জারের মধ্যে পার্থক্য রয়েছে। আসল চার্জারে দ্রুত চার্জিংয়ের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারে। নকল চার্জারে ইউজারের ক্ষতির আশঙ্কাই বেশি।

৫। নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন।

৬। খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়।

৭। আপনার অ্যান্ড্রয়েড সেট এ কখনো দির্ঘ সময় ধরে গেম খেলবেন না এতে ব্যাটারিতে অনেক চাপ পরে আর দ্রুত চার্জ শেষ হয়ে যায়।

৮। ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিন।

৯। মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন কারণ অ্যান্ড্রয়েড সেট এর সব থেকে বেশি চার্জ খায় তার Screen তাই আপনি সব সময় আপনার অ্যান্ড্রয়েড সেটের Brightness একদম Low করে রাখবেন। বিশেষ করে দিনের বেলা কারণ দিনের বেলা আপনি এমনিতেই দেখতে পারবেন।

১০। অতিরিক্ত চার্জ ব্যাটারীরর জন্য ক্ষতিকর।

১১। সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন।

১২। আর যেগুলো Apps আপনার দরকার নেই সে Apps গুলো কে Force Stop করে রাখুন, এতে করে যে Apps আপনার দরকার নেই সেগুলোর চার্জ যাবে না।




Post a Comment

0 Comments