আজকে আমি আপনাদের সাথে কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য বেস্ট একটা এপ্লিকেশন শেয়ার করবো ।
যেহেতু আমি Windows 10 ইউজার তাই আমি আগে Windows এ যে বিল্ট ইন Snipping Tool নামে একটা এপ ছিল সেটা ইউজ করতাম।
কিন্তু আমি যেহেতু ট্রিকবিডিতে মাঝেমধ্যে পোস্ট লিখি তাই Windows এর এই বিল্ট ইন এপ দিয়ে আমার কাজ ঠিকভাবে হচ্ছিল না কারণ আমি এটা দিয়ে স্ক্রিনশট নিতে পারতাম ঠিকই কিন্তু মার্ক করতে পারতাম না ।
এত সুন্দরভাবে বক্স, তীর চিহ্ন, হাইলাইটার, টেক্সট ইউজ করার অপশন নেই ঐটায়।
আর এই এপটা ব্যাবহার করে আপনি একটা স্মুথ ফিলিংস পাবেন ।
এই এপ্লিকেশনটাকে বেস্ট বলার কারণ হলো এই এপটার সাইজ মাত্র ২ এমবি। অর্থাৎ লাইটওয়েট এপ তবে দরকারি সব ফিচার আছে ।


0 Comments